প্রিন্ট এর তারিখঃ May 3, 2025 ইং || প্রকাশের তারিখঃ May 3, 2025 ইং
ফুলবাড়ীতে কৃষি অফিসের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে কৃষি অফিসের উদ্যোগে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ করা হয়েছে।
২০২৪-২০২৫ অর্থবছরে খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পাট ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ২শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামুল্যে জনপ্রতি ১ কেজি পাট বীজ ও ১০ কেজি সার বিতরণ করা হয়।
রবিবার(২০ এপ্রিল) সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে এ বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোছা. রেহেনুমা তারান্নুম।
এ সময় উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াসমিন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শাহনাজ লাইজু চৌধুরী, উপসহকারী কৃষি কর্মকর্তা আবুবকর সিদ্দিক আবু, রিয়াজুল ইসলাম সরকার, সহ অন্যান্য কর্মকর্তা, কর্মচারী ও সংবাদ কর্মীগণ উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন ৭১ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ