মোঃ আল আমিন, (দিনাজপুর) চিরিরবন্দর উপজেলা প্রতিনিধি:।।
দিনাজপুর শিক্ষা বোর্ডের ও রংপুর বিভাগে রাজত্ব করা স্কুল সমুহের রেজাল্টের কারনে শিক্ষা নগরীর নামে পরিচিত চিরিরবন্দর উপজেলা আজ গর্বিত এই ফলাফলে যার মধ্যে অন্যতম স্কুল হলো ।
১. আমেনা বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ। এই স্কুলে মোট পরিক্ষার্থী = ১৯৭ জন। জিপিএ ৫ পেয়েছে = ১৯৩ জন। জিপিএ ৪.৭ পেয়েছে = ৪ জন। ১০০% পাস করেছে । তারপরেই রয়েছেন
২. আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল। এদের মোট পরীক্ষার্থী = ১৬৯ জন । জিপিএ ৫ পেয়েছে = ১৬৮ জন। জিপিএ ৪.৮০ পেয়েছে = ১ জন
এর মধ্যে অন্যতম আরেকটি স্কুল হচ্ছে,
৩. সিটি রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ । মোট পরীক্ষার্থী = ১১০ জন। মোট পাশ করেছে = ১১০ জন। তার মধ্যে জিপিএ ৫ পেয়েছে = ১১০ জন।
তাছাড়াও
৪. মেহের-হোসেন রেসিডেন্সিয়াল মডেল স্কুল। মোট পরীক্ষার্থী = ৫৬ জন। জিপিএ ৫ পেয়েছে = ৫৩ জন। জিপিএ-৪.৯০ পেয়েছে = ২ জন । এবং
৫. ড্যাফডিল রেসিডেন্সিয়াল মডেল স্কুল
। ৬. এ.আর মেমোরিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল ।
৭. এ.জেড. রেসিডেন্সিয়াল মডেল স্কুল । ৮. সুফফা রেসিডেন্সিয়াল মডেল স্কুল ।
পর্যায়ক্রমে উপরের সব গুলো স্কুল ভালো ফলাফল করতেছেন । সকল, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকগণকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা অভিনন্দন। তাইতো উপজেলা চিরিরবন্দরে এখন দিনাজপুর জেলার সীমানা পারি দিয়ে তাইতো দেশের সকল জেলার ছাত্র-ছাত্রী শিক্ষা মুখি চিরিরবন্দরের দিকে ।
এর পাশাপাশি স্থানীয়রা যদি থাকার জন্য আবাসিক হোস্টেল, ছেলে হোস্টেল ও মেয়ে হোস্টেল এবং পরিবার নিয়ে থাকার জন্য বিল্ডিং করে তাহলে সেটা আরও উন্নতির ছোঁয়া পাবে।