নিজাম উদ্দীন,কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:।।
কিশোরগঞ্জ শহর ঘিরে অনন্ত যৌবনা এক নদীর নাম ছিলো নরসুন্দা। নরসুন্দার তীরেই কিশোরগঞ্জ শহর।অথবা বলা যায় শহরের বুক ছিড়েই নরসুন্ন্দা বহমান।নদীর দু'পাড়েই বিভিন্ন স্থাপনা।ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান,পাগলা মসজিদ,গুরুদয়াল সরকারি কলেজসহ অসংখ্য স্থাপনা রয়েছে নরসুন্দার কূল ঘেষে।
দু:খের বিষয় ধীরে ধীরে বিলীন হচ্ছে নরসুন্দা।যৌবন হারিয়ে বার্ধক্যে উপনীত প্রায়,নরসুন্দার নাব্যতা ফিরিয়ে আনা সময়ের দাবি।সবাই যার যার অবস্থান থেকে সরব হোন, আওয়াজ তুলুন, একজন সৈয়দ আশরাফ নেই বলে থেমে যাবে লেক সিটি প্রকল্প -এটা তো হতে পারে না।
নদী খননের মাধ্যমে পরিবেশ দুষণ রোধ করা জরুরি।না হলে অদূর ভবিষ্যতে কিশোরগঞ্জ নরসুন্দাও ঢাকা-নারায়ণগঞ্জের বুড়িগঙ্গা-শীতলক্ষার মতো ময়লা-পঁচা-বর্জ্য পদার্থ অপসারনের কেন্দ্রস্থলে পরিণত হবে,অতি দ্রুত খনন কাজ শুরু করতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।