প্রিন্ট এর তারিখঃ Apr 19, 2025 ইং || প্রকাশের তারিখঃ Apr 20, 2025 ইং
এসএসসি পরীক্ষা খারাপ হওয়ায় ফুলবাড়ীতে পরীক্ষার্থীর আত্মহত্যা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে এসএসসি পরীক্ষা খারাপ হওয়ায় রোমানা আফরোজ রিয়া (১৬) নামে এক পরীক্ষার্থী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭ টায় উপজেলার কাশিপুর ইউনিয়নের কলেজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে
নিহত পরীক্ষার্থী রোমানা আফরোজ রিয়া উপজেলার কাশিপুর ইউনিয়নের কলেজ মোড় এলাকার আব্দুল রব মেয়ে ও গংগাহাট এমএস উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। তার রোল নং ৬১৪১৭২ এবং পরীক্ষার কেন্দ্র ফুলবাড়ী জছিমিয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়।
নিহতের পরিবারের দাবি ও স্থানীয় সুত্রে জানা গেছে বৃহস্পতিবার এসএসসি ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষায় ভালো না হওয়ায় রোমানা আফরোজ রিয়ার মন খারাপ ছিল। পরীক্ষা দিয়ে বাড়িতে সারাক্ষণ মন খারাপ অবস্থায় রুমে ছিল।
এক পর্যায়ে পরিবারের অজান্তে রুমে দরজা বন্ধ করে আঁড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে তার মা মেয়েকে ডাকার জন্য গেলে দরজা বন্ধ পায়।
পরে মেয়েকে ডাকলে কোন সাড়াশব্দ না পাওয়ায় দরজা ধাক্কা দিয়ে রুমে ঢুকতে দেখতে পান মেয়ের মেয়ের নিথর দেহ ঝুঁলছে।
পরে তার মায়ের আত্মচিৎকারে প্রতিবেশিরা ছুঁটে আসে।খবর পেয়ে রাত সাড়ে ৮ টার দিকে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম পুলিশের একটি টিম নিয়ে ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে নিহতের পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে,ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা খারাপ হওয়ার কারণে আত্মহত্যা করেছে।আমরা ঝুঁলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো ঘটনাস্থলে আছি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন ৭১ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ