প্রিন্ট এর তারিখঃ Apr 20, 2025 ইং || প্রকাশের তারিখঃ Apr 20, 2025 ইং
বৈষম্যহীন রাষ্ট্র-সমাজ গঠনে সাংবাদিকদের ভূমিকা রাখার আহবান

বৈষম্যহীন রাষ্ট্র-সমাজ গঠনে সাংবাদিকদের ভূমিকা রাখার আহবান জানিয়েছেন দিনাজপুর -১(বীরগঞ্জ -কাহারোল) আসনের জামায়াতের মনোনীত প্রার্থী মতিউর রহমান।
তিনি বলেন, আগামী সংসদ নির্বাচনে সকলের সহযোগিতা কামনা করছি। অতীতে বিভিন্ন সরকারের আমলে বরাদ্দের অপব্যবহার করা হয়েছে। আমি নির্বাচিত হলে উন্নয়নে পিছিয়ে পড়া বীরগঞ্জ ও কাহারোল উপজেলাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার আশ্বাস প্রদান করেন তিনি।
বুধবার (১৬ এপ্রিল) দুপুরে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি'র বক্তব্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক ও
দিনাজপুর -১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো: মতিউর রহমান তিনি এ কথা বলেন।
উপজেলার প্রেসক্লাবের সভাপতি রতন ঘোষ পীযূষ ও সাধারণ সম্পাদক মো: সিদ্দিক হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি'র বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির কারী আজিজুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলার সহ- সভাপতি রাশেদুন্নবী বাবু,বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ শাখার সেক্রেটারি মনজুরুল ইসলাম,বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ উপজেলা শাখার মিডিয়া ও প্রচার বিভাগের বিভাগীয় সেক্রেটারি মোঃ আমিনুল ইসলাম।
এসময় উপজেলা ছাত্রশিবির সভাপতি আনোয়ার হোসেন, পৌর ছাত্রশিবির মেহেদি হাসান,কলেজ শাখা'র ছাত্রশিবির সভাপতি আব্দুল্লাহ আহমেদ সালেহ্(সীমান্ত), বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি নিতাই সাহা লেলিন, ,রনজিৎ সরকার রাজ,বিকাশ ঘোষ সাংগঠনিক সম্পাদক কার্তিক ব্যানার্জী,প্রচার সম্পাদক আব্দুল জলিলসহ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন ৭১ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ