জি, এম, আবু সাঈদ মিন্টু, খুলনা প্রতিনিধি:।।
খুলনার কয়রা উপজেলায় ক্ষতিপূরণের দাবিতে জমির মালিকগন মানববন্ধন করেছে আজ সকাল ১০ ঘটিকায়। জমির মালিকদের দাবি তাদের জমি অধিগ্রহন না করে বাঁধ নির্মাণ করা হয়েছে। এজন্য মালিকগণ তাদের ক্ষতিপূরণের জন্য এলাকার সর্ব শ্রেণীর মানুষ মানববন্ধন করেন।
শুক্রবার উপজেলার সুন্দরবন সংলগ্ন কয়রা শাকবাড়িয়া নদীর পার্শ্ববর্তী হরিয়ারপুর গ্রামে এই কর্মসূচি পালিত হয়। খোঁজ নিয়ে জানা যায় পানি সম্পদ মন্ত্রণালয়ের পূর্ববাসন কয়রা কপোতাক্ষ ও শাকবাড়িয়া নদীর পার্শ্ববর্তী প্রায় ৩২ কিলোমিটার স্থায়ীবাঁধ নির্মাণ হচ্ছে ১ হাজার ১৭২ কোটি ৩১ লক্ষ টাকা ব্যয়ে এ প্রকল্পটি সতটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করছে।