প্রিন্ট এর তারিখঃ Apr 20, 2025 ইং || প্রকাশের তারিখঃ Apr 20, 2025 ইং
বগুড়ায় পহেলা বৈশাখ উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা

পহেলা বৈশাখ উপলক্ষে বগুড়ায় বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১২টায় আলতাফুন্নেছা খেলার মাঠে থেকে শুরু হয়ে র্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এতে অংশ নেয়। র্যালীতে ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ডে বাঙালি ঐতিহ্য ও ইতিহাস তুলে ধরা হয়।
এর আগে শোভাযাত্রা পূর্ব সমাবেশে বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, ফ্যাসিস্ট মুক্ত স্বাধীন পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন করছি। পহেলা বৈশাখ বাঙালি জীবনের ইতিহাস। ফ্যাসিবাদী সরকারের সময় বিজাতীয় সংস্কৃতির মাধ্যমে এদেশের সংস্কৃতিকে ধ্বংস করা হয়েছিল।
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মো. হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মোশারফ হোসেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম এসময় উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন ৭১ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ