প্রিন্ট এর তারিখঃ Apr 20, 2025 ইং || প্রকাশের তারিখঃ Apr 20, 2025 ইং
কেএমপির বর্ণাঢ্য আয়োজনে নববর্ষবরণ

আজ (১৪ এপ্রিল) সোমবার বাঙালির হৃদয়ে প্রকৃতি এক অদৃশ্য সুরে বাঁধা।ষড়ঋতুর লীলাভূমিতে ঝড়-বৃষ্টির দামামা বাজিয়ে, ধুলোবালির মেঘ উড়িয়ে, বজ্রের গর্জনে কাঁপিয়ে এবারের বৈশাখ এসেছে ভিন্ন রূপে, নবজাগরণের প্রতীক হয়ে।
কৃষ্ণচূড়ার ডালেও লেগেছে আগুন, যেন বলছে এসেছে উৎসব, এসেছে রঙ, এসেছে বৈশাখ। আজ পহেলা বৈশাখ ১৪৩২ সোমবার বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ।
বাঙালির জীবনচক্রে বৈশাখ প্রকৃতির নানা বৈচিত্র্য নিয়ে হাজির হয়। বৈশাখে কেবল প্রকৃতিই নয়, জেগে ওঠে বাঙালির হৃদয়ও। এবারের বাংলা নববর্ষকে বর্ণাঢ্য আয়োজনে বরণ করে নিতে খুলনা মেট্রোপলিটন পুলিশও নানা কর্মসূচি গ্রহণ করে। সকালে বয়রা পুলিশ লাইন্সের লাউঞ্জ-২ তে বাংলা নববর্ষের ঐতিহ্য পান্তা খাওয়ার আয়োজন করা হয়।
এরপর মেট্রোপলিটন পুলিশের পরিবেশনায় পুলিশ লাইন্সের মাল্টি-পারপাস হলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে ডেপুটি পুলিশ কমিশনার (সদর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত জনাব মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা, ডেপুটি পুলিশ কমিশনার (প্রসিকিউশন) জনাব শফিকুল ইসলামসহ কেএমপি'র পুলিশ পরিবারের সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান।
বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে খুলনা বিভাগীয় কমিশনার জনাব মোঃ ফিরোজ সরকার এবং রেঞ্জ ডিআইজি, খুলনা জনাব মোঃ রেজাউল হক, পিপিএম নববর্ষের শুভেচ্ছা জ্ঞাপন করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমান্ড্যান্ট পিটিসি, খুলনা জনাব আব্দুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) জনাব আবু রায়হান মোহাম্মদ সালেহ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, জেলা প্রশাসক খুলনা জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম,
খুলনা জেলার পুলিশ সুপার জনাব টি এম মোশাররফ হোসেনসহ খুলনাস্থ অন্যান্য পুলিশ ইউনিটের পুলিশ সুপারগণ এবং কেএমপি'র বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন ৭১ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ