মোঃ কামরুল ইসলাম, চাঁদপুর জেলা প্রতিনিধি:।।
৬ষ্ঠ উপজেলা পরিষদ ১ম ধাপের নির্বাচন ৮ মে মতলব দক্ষিণ উপজেলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এ উপজেলায় তিনজন প্রার্থী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করেন। তাদের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে দোয়াত-কলম প্রতীকে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার।
তিনি ভোট পেয়েছেন ১৬ হাজার ৯শ’ ১০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকে সৈয়দ মনজুর হোসেন পেয়েছেন ১৬ হাজার ১শ’ ১৬ ভোট। অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএইচএম কবির আহমেদ ঘোড়া প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ৩শ’ ৬১ ভোট। মোট বৈধ ভোটের সংখ্যা ৪৬ হাজার ৩শ’ ৮৭ ভোট, বাতিলকৃত ভোটের সংখ্যা ১শত ৮ ভোট, সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ৪৬ হাজার ৪শ’ ৯৫ ভোট। শতকরা হার ২৩.৬০%।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীক নিয়ে নাজমা আক্তার আঁখি পেয়েছেন ২৩ হাজার ২শত ৪৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাহিনুর বেগম পেয়েছেন ২৩ হাজার ২২ ভোট। মোট বৈধ ভোটের সংখ্যা ৪৬ হাজার ৩শ’ ৬৭ ভোট, বাতিলকৃত ভোটের সংখ্যা ২শ ২৮ ভোট, সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ৪৬ হাজার ৪শ’ ৯৫ ভোট। শতকরা হার ২৩.৬০%