মোঃ সানাউল্লাহ রাজ, ঝালকাঠি জেলা প্রতিনিধি:।।
আচরণবিধি লঙ্ঘন করায় ঝালকাঠির সদর উপজেলা পরিষদ নির্বাচনে নারী ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ইসরাত জাহান সোনালীকে শোকজ করা হয়েছে।
রোববার সকালে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুস ছালেক স্বাক্ষরিত একটি নোটিশ দেওয়া হয়েছে।
সোমবার জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে সোনালীকে শোকজের লিখিত জবাব দিতে বলা হয়েছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা মোঃ আব্দুস ছালেক।
উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা, ২০১৬ এর ৮ (৮) বিধি মোতাবেক নির্বাচনি আচরণবিধি মেনে প্রচার-প্রচারণা করতে হবে। প্লাস্টিক ব্যানার এবং পলিথিন, পোস্টার লেমিনেশন করা যাবে না।
কিন্তু ইসরাত জাহান সোনালী আপনি ঝালকাঠি সদর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী হয়ে সকল আচরণবিধি না মেনে কীর্তিপাশা ইউনিয়নের কীর্তিপাশা বাজারে অবস্থিত বৈদ্যুতিক লাইনের খুঁটি, দোকানের দেওয়াল, ধর্মীয় উপাসনালয়ের দেওয়াল এবং অন্যান্য একাধিক স্থানে আপনার নাম ও প্রতীক সম্বলিত পোস্টার আঠা দিয়ে লাগিয়েছেন।
সেখানে আরও বলা হয়, “এমন কর্মকাণ্ডে উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা, ২০১৬ এর বিধি ৮ (৯), ১৩ (ক) এবং ২১ (১) এর সুস্পষ্ট লঙ্ঘন হয়েছে। ২০১৬ বিধি ভঙ্গ করে প্রচার-প্রচারণা করায় কেন তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার লিখিত জবাব সোমবার (৬ মে) জেলা নির্বাচন কর্মকর্তা বরাবরে জমা দিতে হবে।”
এ ব্যাপারে নারী ঝালকাঠি সদর উপজেলা পরিষদ নির্বাচনের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ইসরাত জাহান সোনালীকে জিজ্ঞেস করলে তিনি সাংবাদিকদের বলেন, “আমি এখনও রিটার্নিং কর্মকর্তার দেওয়া চিঠি পাইনি।
পরবর্তীতে নির্বাচন কমিশনের কার্যালয় কিংবা মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালীর কাছ থেকে শোকাজের বিষয়ে কোনো আর তথ্য পাওয়া যায়নি।