প্রিন্ট এর তারিখঃ Apr 20, 2025 ইং || প্রকাশের তারিখঃ Apr 20, 2025 ইং
ফুলবাড়ীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলীর দাফন সম্পুর্ন
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী (৮৫) নামের মরদেহকে রাষ্ট্রীয় মর্যাদা শেষে দাফন সম্পুর্ন করা হয়েছে।
শুক্রবার (১১ এপ্রিল) বিকাল সাড়ে ৩ টায় উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কুরুষাফেরুষা গ্রামে কুড়িগ্রাম পুলিশের এস আই রোস্তম আলীর নেতৃত্বে একটি চৌকস দল এই রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের আনুষ্ঠানিকতা করেছে।
এ সময় বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলীর মরদেহকে সশস্ত্র সালাম প্রদান ও এক মিনিট নীরবতা কর্মসূচি পালন করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেহেনুমা তারান্নুম, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান উপস্থিত ছিলেন।
রাষ্ট্রীয় মর্যাদার পর শতশত মানুষের অংশ গ্রহণে ইউসুফ আলীর জানাজা শেষে বিকাল ৪ টায় পারিবারিক কবর স্থানে তার দাফন সম্পুর্ন করা হয়েছে।
জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা দীর্ঘ দিন ধরে বার্ধক্য জনিত নানা রোগে ভুকছিলেন। শুক্রবার সকালে নিজ বাড়ীতে মারা যান। তিনি এই দীর্ঘ জীবদ্দশায় স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি একজন মিশুক প্রকৃতির সাদা মনের মানুষ ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন ৭১ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ