সাকিব চৌধুরী, চট্টগ্রাম, মীরসরাই উপজেলা প্রতিনিধি:০।।
চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি নাসির উদ্দিন দিদারকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ। দীর্ঘদিন কোর্টের সাজাপ্রাপ্ত সমন থাকায় তিনি পলাতক ছিলেন।
জানা যায়, আজ মঙ্গলবার রাত ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ। এসময় নাসির উদ্দিন দিদার পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও পুলিশের জালে ধরা পড়ে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন জানান, চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ নাসির উদ্দিন দিদারকে গ্রেপ্তার করেছে। বর্তমানে দিদার ডিবি পুলিশের কার্যালয়ে পুলিশ হেফাজতে রয়েছেন।