প্রিন্ট এর তারিখঃ Apr 20, 2025 ইং || প্রকাশের তারিখঃ Apr 20, 2025 ইং
নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে

পটিয়ায় যাত্রীবাহী ঈগল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে উল্টে গিয়ে আহত হয়েছে অন্তত ২০ যাত্রী। এ সময় বাসের ধাক্কায় পল্লী বিদ্যুতের সঞ্চালনা লাইনের একটি খুঁটিও ক্ষতিগ্রস্ত হয়। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাস সড়কের ভাটিখাইন রাস্তার মুখে শিউলী বাপের বাড়ি সংলগ্ন
এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে সাতকানিয়ার রাহুল (৩৬), চন্দনাইশের রিফাত (৩২), একই উপজেলার হাশিমপুর এলাকার মিজানুর রহমান (২৯), সাতকানিয়ার রুণাল বড়ুয়া (৫০), বোয়ালখালীর আজাদ হোসেন (৩৪), লক্ষ্মীপুরের আরফিন (২৮), চন্দনাইশের রিফাত (৩২) ও পটিয়া উপজেলার সুজন চক্রবর্তী (২২) উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে চিকিৎসা নিয়েছেন। বাকি আহতদের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী মোহাম্মদ নিজাম উদ্দীন জানান, কঙবাজারমুখী বেপরোয়া গতির একটি ঈগল পরিবহনের বাস পটিয়া বাইপাসের ভাটিখাইন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। এতে ওই পরিবহনের অন্তত ২০ জন যাত্রী আহত হয়। এ সময় পল্লী বিদ্যুতের একটি ১১ হাজার ভোল্টের সঞ্চালন লাইনের খুঁটিও ভেঙে যায়। এতে বড় দুর্ঘটনা থেকে গাড়ির যাত্রীরা প্রাণে রক্ষা পায়। আহতরা পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ ও চন্দনাইশ বিজিসি ট্রাস্ট মেডিকেলে চিকিৎসা নেন। এছাড়া সামান্য আহতরা নিজেদের মতো চিকিৎসা নিয়ে গন্তব্যে চলে যান।
এ বিষয়ে ক্রসিং হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসিম উদ্দীন জানান, দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করে হাইওয়ে পুলিশ ফাঁড়ি হেফাজতে রাখা হয়েছে। গাড়ির চালক পলাতক রয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন ৭১ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ