প্রিন্ট এর তারিখঃ Apr 20, 2025 ইং || প্রকাশের তারিখঃ Apr 20, 2025 ইং
বীরগঞ্জে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন ইউএনও তানভীর আহমেদ

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বিভিন্ন এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০ থেকে দুপুর ১ পর্যন্ত পৌর শহরের সরকারী বালক উচ্চ বিদ্যালয় ও বালিকা উচ্চ বিদ্যালয় পরে উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
পরিদর্শনকালে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর উপস্থিত ছিলেন।
বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ উপজেলার চারটি কেন্দ্র ঘুরে পরীক্ষার হলে নিরবতা, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ সরজমিন পর্যবেক্ষণ করেন।
এসময় তিনি বলেন প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর নজরদারি সহ পরীক্ষার্থীরা যাতে সুষ্ঠু ভাবে পরীক্ষা দিতে পারে, সে লক্ষ্যে পরীক্ষা কেন্দ্র গুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। উল্লেখ্য, এ বছর উপজেলার ৯টি কেন্দ্রে ৫ হাজার ১৭৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন ৭১ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ