প্রিন্ট এর তারিখঃ Apr 19, 2025 ইং || প্রকাশের তারিখঃ Apr 20, 2025 ইং
মনপুরায় মার্চ ফর প্যালেস্টাইন

মনপুরায় ফিলিস্তিনে জায়ানবাদী ইসরায়েলে গনহত্যার প্রতিবাদে"মার্চ ফর প্যালেস্টাইন
বাংলাদেশের সকল জেলা উপজেলার মত ভোলা জেলা মনপুরা উপজেলায় হাজীরহাট বাজার মার্কেজ মসজিদের থেকে হাজীরহাট বাজারের মূল মূল সড়কে ফিলিস্তিনে জায়ানবাদী ইসরায়েলে গনহত্যার প্রতিবাদে"মার্চ ফর প্যালেস্টাইন" মানববন্ধন ও মিছিল অনুষ্ঠিত হয়।
আজ সোমবার বাদ আছর ও মাগরিব ৭ এপ্রিল ২৫ ইং ৫:৩০ মিনিট এবং ৭ টায় মনপুরা উপজেলা জামায়াতে ইসলাম বাংলাদেশ ও মনপুরা ওলামা বিভাগ সহ সর্বস্থরের মুসলীম জনগন এই প্রতিবাদ "মার্চ ফর প্যালেস্টাইন" আয়োজন করে।
এই প্রতিবাদ "মার্চ ফর প্যালেস্টাইন"এর আয়োজনকে সফল করতে মনপুরা উপজেলা জামায়াত,ওলামা বিভাগ,সাংবাদিক সহ বিএনপির সকল নেতা কর্মী মনপুরার রাস্তায় নেমে আসে। মনপুরা উপজেলা হাজীরহাট মার্কেজ জামে মসজিদ গেইট সহ বিভিন্ন পয়েন্টের রাস্তাগুলো মিছিল নিয়ে প্রদক্ষিণ করে। মনপুরার রাস্তায় হাজার হাজার শিক্ষার্থী ও জনতার একত্রে ধ্বনিতে ভারি হয়ে ওঠে
"লিল্লাহে তাকবীর" "আল্লাহু আকবার"
"গাজায় হামলা কেন? "জাতিসংঘ জবাব দে "
"ইসরাইলি পণ্য " "বয়কট বয়কট"
হাজীরহাট এর মূল সড়ক গুলো প্রদক্ষিণ করে মিছিল নিয়ে হাজীরহাট বাজারের জিরো পয়েন্ট এ প্রতিবাদ মূলক বক্তব্য অনুষ্ঠিত হয়।
এসময় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, মনপুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সীমান্ত হেলাল বলেন, বাংলাদেশের সকল মুসলীমের প্রয়জন ইসরাইলি পণ্য বয়কট করা,তিনি দোকান দার দের উদ্দেশ্য করে বলেন আপনারা অল্প কিছু টাকা লাভের জন্য ইসরাইলি পণ্য বিক্রি করবেন না। এছাড়াও বক্তব্য রাখেন রাজনৈতিক অনেক নেতা কর্মী রা।
এর পর দোয়া ও মুনাজাতের মাধ্যমে এই প্রতিবাদ সভা শেষ করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন ৭১ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ