প্রিন্ট এর তারিখঃ Apr 20, 2025 ইং || প্রকাশের তারিখঃ Apr 20, 2025 ইং
রাঙামাটিতে দম্পতি পরিচয়ে বাসা ভাড়া অতঃপরঃ স্ত্রীকে হত্যা করে পালিয়েছে স্বামী

স্বামী-স্ত্রীর পরিচয়ে ভাড়া বাসায় উঠার একদিন পরেই স্ত্রী নামক হতভাগা নারীকে হত্যা করে পালিয়েছে ঘাতক স্বামী। রাঙামাটি শহরের রিজার্ভ বাজারের মহসিন কলোনী এলাকায় এই ঘটনা ঘটে।
শুক্রবার দিবাগত মধ্যরাতে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তালাবদ্ধ ঘরের দরজার তালা ভেঙ্গে অস্বাভাবিক পেট ফুলা অবস্থায় নারীর মরদেহ উদ্ধার করে কোতয়ালী থানা পুলিশ।
স্থানীয় একাধিক বাসিন্দা জানায়, মহসিন কলোনীর বাসিন্দা কাজী এমরান নূরীর মালিকানাধীন বাসার রুম ভাড়া দেওয়া হবে এমন লেখা সম্বলিত ঝুলানো সাইনবোর্ড দেখে পহেলা এপ্রিল তারিখে এক দম্পতি তিন হাজার টাকায় রুমটি ভাড়ায় নেয়।
মধ্যবয়সি নারী ও ৩০/৩৫ বছর বয়সী দাড়িওয়ালা এক ব্যক্তি স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে তিন হাজার টাকা ভাড়ায় এক হাজার টাকা নগদে দিয়ে এক রুমের বাসাটি ভাড়া নেয়। এসময় তারা নিজেদের স্বামী-স্ত্রী এবং বাড়ি দূরছড়িতে বলে জানায় বাসার মালিকদের।
পরের দিন ২রা এপ্রিল থেকে উক্ত রুমের দরজা বাইর থেকে বন্ধ অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। শুক্রবার রাত থেকে উক্ত রুম থেকে দূর্ঘন্ধ বের হলে স্থানীয়দের বিষয়টি সন্দেহ হয়।
পরবর্তীতে মধ্যরাতে কোতয়ালী থানা পুলিশকে বিষয়টি অবহিত করলে থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে স্থানীয়দের সাথে নিয়ে উক্ত তালাবদ্ধ ঘরের দরজার তালা ভেঙ্গে কাপড় দিয়ে ঢেকে রাখা অবস্থায় অজ্ঞাতনামা নারীর মরদেহ পড়ে থাকতে দেখে।
পরবর্তীতে হাসপাতালের ডোম ও মহিলা পুলিশের নেতৃত্বে উক্ত নারীর প্রাথমিক ভাবে চিকিৎসা জন্য নেওয়া হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন ৭১ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ