জাম উদ্দীন, কিশোরগঞ্জ প্রতিনিধি।।
আসন্ন পবিত্র ঈদুল ফিতরের ১৯৭তম জামাত উপলক্ষে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠ পরিদর্শন করেছেন পুলিশসুপার মোহাম্মদ রাসেল শেখ বিপিএম পিপিএম। সোমবার সকাল ১০টায় ঈদুল ফিতরের বৃহত্তম জামাতকে কেন্দ্র করে নিরাপত্তা সংক্রান্তবিভিন্ন বিষয় নিয়ে শোলাকিয়া মাঠ পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট অফিসারদেরদিকনির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ।
এ সময় তিনি শোলাকিয়া ঈদগাহ মাঠের চারপাশের সকল কিছু ঘুরে নিরাপত্তা সংক্রান্তবিষয়গুলো পর্যবেক্ষণ করেন ৷পাশাপাশি প্রতিবারের মত এবারো সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করা হবে বলে জানান। পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ আরও বলেন, অন্য বারের মতো এবারোওকঠোরনিরাপত্তা ব্যবস্থার মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে আশা করছি৷ জেলা পুলিশেরপক্ষ থেকে মূলতা চার স্তরের নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হবে। তিনি আরও বলেন, আমরা নিরাপত্তা ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ঢেলে সাজাচ্ছি। মেটাল ডিটেক্টর, আর্চওয়ের মাধ্যমে চেকিং হয়ে মুসল্লিরা মাঠে প্রবেশ করবে। এছাড়াও কাউন্টার টেরোরিজমসহ বিভিন্ন সাদা পোশাকের সদস্যরা থাকবেন।
আশা করি এবার নিরাপদ ও নির্বিঘ্নে মুসল্লিরা নামাজ আদায় করতে পারবেন।তিনি জানান, মুসল্লিরা শুধু জায়নামাজ নিয়ে মাঠে প্রবেশ করতে পারবেন ৷ এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিশেষ শাখা (ডিএসবি) ডিআইও-১ (ওয়ান) ইন্সপেক্টর মোমিনুল ইসলাম, কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তফা, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ আবুল বাসারসহ অন্যান্য অফিসারগণ৷৷