জামিল মোহাম্মদ জনি, চট্টগ্রাম প্রতিনিধি।।
চট্রগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের ঐতিহ্যবাহী ঘাগড়া সাত ঘরিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মা সমাবেশ বিদ্যালয় প্রাঙ্গণে বৃহস্পতিবার (৭ মার্চ) বিকালে অনুষ্ঠিত হয়েছে।
রাংগুনিয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. হিন্দোল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাংগুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান মেহেবুব।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমতিয়াজ মিয়া চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রবীর কুমার চৌধুরী, মো. নিজাম উদ্দিন, শিবলু দাশ, রাজানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু জাফর তালুকদার, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোরশেদ আলম চৌধুরী, শিক্ষক অভিভাবক কমিটির সভাপতি এরশাদুর রহমান, ব্যবসায়ী নেতা জাহেদুল আলম চৌধুরী, ইউপি সদস্য নূর মোহাম্মদ আজাদ, বিদ্যালয় পরিচালনা কমিটির সহ সভাপতি শাহ আলম তালুকদার, সদস্য মো. কামাল উদ্দিন, নূরুল ইসলাম পেয়ারু, আইয়ুব আলী কুসুম, রাজিয়া সুলতানা জুলি, সুমিতা বড়ুয়া, হাফিজা সুলতানা প্রমুখ।
#শেষে বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়। এছাড়া বিদ্যালয়ের ৩৪০ জন শিক্ষার্থীর প্রত্যেককে পুরস্কৃত করা হয়।
#উল্লেখ্য প্রাথমিক শিক্ষা পদকে স্কুলটি উপজেলা পর্যায়ে ১৬ বার, জেলা পর্যায়ে ৬ বার, বিভাগী পর্যায়ে এবারসহ দুইবার শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। এখন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য তালিকায় রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।