আব্দুল আল মামুন, মানিকগঞ্জ প্রতিনিধি।।
মানিকগঞ্জের দৌলতপুরে প্রাথমিক শিক্ষা পদক উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে সোমবার সকালে (১৯ ফেব্রুয়ারি) দৌলতপুর সরকারি পিএস উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলার ১০০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ইউনিয়ন পর্যায়ের প্রথম স্থান অর্জনকারী প্রতিযোগিতার ৫৪ টি ইভেন্টে এই খেলায় অংশগ্রহণ করেন। দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সালাউদ্দিন মাহমুদ জাহিদ।
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর ফিরোজ,সহকারী শিক্ষা অফিসার মোঃ মাশহুদ করিম,আব্দুস সালাম,সাবিহা আক্তার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষকগণ।