জি,এম,আবু সাঈদ মিন্টু,স্টাফ রিপোর্টার:।।
আজ (০১ ফেব্রুয়ারি) শনিবার দুপুর ১:৩০ টায় নিজ বাড়ি থেকে আওয়ামী লীগের মহিলা নেত্রী ও খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) অব্যহতি প্রাপ্ত মহিলা কাউন্সিলর এড. জেসমিন পারভীন জলিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
গ্রেফতার সাবেক মহিলা কাউন্সিলর খুলনা সদর থানায় দায়েরকৃত মামলায় (যার নং-১৮) আসামী হিসেবে গ্রেফতার দেখিয়ে বিকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে।
খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) তৈমুর ইসলাম বলেন, এ্যাড. জেসমিন পারীভন জলি (৫৭) খুলনা সদর থানায় গত বছরের ২১ সেপ্টেম্বর দায়েরকৃত মামলার (যার নং-২৪) এজাহারনামীয় আসামী।
এছাড়া তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমানোর জন্য সন্ত্রাসী ছাত্রলীগ ও যুবলীগ ক্যাডারদের সহযোগিতায় আন্দোলন ব্যাহত করতে বিভিন্ন প্রকার সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করেছিল। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।