মোঃ সেলিম মিয়া, স্বাধীন ৭১।।
১লা ফেব্রুয়ারি শনিবার আনুমানিক বেলা ৪ ঘটিকার সময় লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার সূচনা সিনেমা হলের সামনে বুড়িমারী স্থলবন্দর থেকে আসা মালবাহী একটি ট্রাকের ধাক্কায় অপর দিক থেকে আসা মোটরসাইকেল আরোহী নিহত।
স্থানীয় প্রত্যক্ষদর্শিতা জানিয়েছেন মোটরসাইকেল আরোহী হাতীবান্ধা থেকে বড় খাতার দিকে যাচ্ছিলেন অপর দিক থেকে আশা মালবাহীর ট্রাকটি তাকে এমনভাবে চাপা দেয় তাতে ঘটনাস্থলেই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যায় মোটরসাইকেল আরোহী।
উপস্থিত জনতা ঘাতক ট্রাকটিকে আটকানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়ে যায়। নিহত ব্যক্তির নাম মোঃ সোহেল রানা তার বাড়ি লালমনিরহাটের কলেজপাড়া এলাকায়। তিনি একটি আইসক্রিম কোম্পানি তে চাকরি করতেন বলে জানা গেছে।
লালমনিরহাট ও বুড়িমারী মহাসড়ক যেন মৃত্যুর ফাঁদে পরিণত হয়েছে প্রতিদিন কোথাও না কোথাও এরকম দুর্ঘটনার স্বীকার হচ্ছে মোটরসাইকেল আরোহীরা। কারো বা চলে যাচ্ছে প্রাণ আবার কারো হচ্ছে অঙ্গহানি।
উল্লেখ্য গত২০ জানুয়ারি দিবাগত রাতে জেলার কালিগঞ্জ উপজেলা থেকে জেলা শহরে ফেরার সময় রাত ২.১৫ মিনিটে সাংবাদিক মিজানুর রহমান মিলন কালিগঞ্জে জরুরি একটি কাজে গিয়েছিলেন।ফেরার পথে আদিতমারী উপজেলার ঢাকা-বুড়িমারী মহাসড়কের স্বর্ণামতি ব্রিজে উঠার সময় বিপরীত দিক থেকে আসা ট্রাক তার ধাক্কা দেয়।অপর দিক থেকে আসা আর একটি ট্রাক তার পায়ের ওপর দিয়ে চলে যায়।ঘটনাস্থলেই কোমড় থেকে দু পা বিচ্ছিন্ন হয়। ঢাকা পঙ্গু হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নেয়া হলে তার দুটি পা কেটে ফেলতে হয়।