জয়দেব, রাঙামাটি জেলা প্রতিনিধি:।।
বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে বৃহত্তর জেলা রাঙামাটি। রাঙামাটি জেলার মধ্যে রয়েছে অনেক রকমের দর্শনীয় স্থান। প্রত্যেক বছর শীত কালে সমাগম ঘটে বহু জেলার পর্যটক।প্রত্যেকটা দর্শনীয় স্থান এ পর্যটক এর ভিড় থাকে।
এখানে রয়েছে পওলয়েল পার্ক,ডিসি বাংলা,মায়াবী দ্বীপ,রাঙা দ্বীপ,পর্যটন এর ঝুলন্ত ব্রিজ,শিশুপার্ক,আরণ্যক বরগান,বার্গী লাভ পয়েন্ট সহ আরও অনেক অনেক দর্শনীয় স্থান।
বিভিন্ন জেলা থেকে আগত এখানে রয়েছে দর্শনীয় স্থান। পর্যটকদের ভিড় লেগেই থাকে। এতে করে বিভিন্ন শ্রেণীর পেশা ব্যবসায়ীরা খুবই সন্তোষজনক এবং হোটেল ব্যবসায়ীরা খুবই আনন্দিত এবং সকল হোটেল বর্তমানে বুকিং হয়েছে। এতে পর্যটকদের সুরক্ষা নিশ্চিত করতে রয়েছে সেনাবাহিনী এবং পুলিশের কঠোর পরিশ্রম। যাতে করে কোনরকম কোন পর্যটক হয় নাই শিকার যাতে হতে না হয় সেভাবে কঠোর ব্যবস্থায় নিয়েছেন জেলা প্রশাসক মহোদয় রাঙ্গামাটি পার্বত্য জেলা।
প্রত্যেক বারের চেয়ে তুলনামূলকভাবে এই বছরে পর্যাপ্ত পরিমাণ পর্যটক অনেক বেশি বলে জানিয়েছেন হোটেল ব্যবসায়ী এবং বিভিন্ন স্তরের দোকান ব্যবসায়ীরা। এবং তারা এতে অনেক সাধুবাদ জানাই যে সেনাবাহিনী এবং পুলিশ কর্মকর্তাদের। দর্শনীয় স্থানের মধ্যে রাঙ্গামাটিতে শুভলং ঝর্ণা বালুখালী এবং টুকটুকি পাহাড় রয়েছে বিভিন্ন রিসোর্ট এবং পর্যাপ্ত পরিমাণ হাউস বোট সহ নানান কিছু।