পেয়ার ইসলাম নূরউদ্দিন, ভোলা জেলা প্রতিনিধি:।।
ভোলায় পুকুরের পানিতে ডুবে রাফিয়া নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ৯টায় ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের চর ছিফলী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু রাফিয়া ওই গ্রামের বাসিন্দা মো. রাসেল তন্নী দম্পতির মেয়ে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সকালে শিশুটি ঘরের সামনের উঠানে খেলা করার সময় সবার অগোচরে পুকুরের পানিতে ডুবে যায়। এসময় ঐ শিশুর মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। পরে শিশুর মা শিশুটিকে দেখতে না পেয়ে চারদিকে খোঁজাখুজি করলে পুকুরের পানিতে তাকে ভেসে থাকতে দেখেন। পরে স্থানীয়দের সহযোগিতায় শিশুটিকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্ত্যবরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ মো. হাচনাইন পারভেজ জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।