জামিল মোহাম্মদ জনি, চট্টগ্রাম জেলা প্রতিনিধি:।।
১৯ জানুয়ারী শনিবার বিকাল ৩.০০ টায় বন্দর নগরী চট্টগ্রামের সর্ববৃহৎ আইটি ট্রেনিং প্রতিষ্ঠান ওয়েল-আপ টেকনোলজিতে সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আমির আদনান এর সভাপতিত্বে, প্রতিষ্ঠানের পরিচালক প্রকৌশলী মো. বখতিয়ার হোসেন এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন
প্রকৌ. জানে আলম মো. সেলিম
সভাপতি - AEB চট্টগ্রাম, বিশেষ অতিথি প্রকৌ. খাঁন আমিনুল ইসলাম, সম্মানি সেক্রেটারি আইইবি, চট্টগ্রাম কেন্দ্র এবং ব্যবস্থাপনা পরিচালক Parquet Properties Ltd & The Everbest Consortium LTD. প্রকৌ.মোঃ সাইফুর রহমান বিপ্লব
হেড অফ রিজিওন, বাংলালিঙ্ক, চট্টগ্রাম রিজিয়ন। মো. ইকবাল হোসেন, ইন্সট্রাক্টর (সিভিল-উড), বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট, কাপ্তাই। প্রকৌ. মো. তারেকুল আলম, এজিএম, ফ্রেশ সিমেন্ট।
দিন বদলের স্বপ্নে বিভোর তরুণদের জন্য আগামীর বাংলাদেশ হবে একটি স্মার্ট ও আধুনিক বাংলাদেশ।
মেধাবী নির্ভর অর্থনীতির সাথে তালমিলিয়ে প্রযুক্তি নির্ভর বিশ্বে "আপনার দক্ষতার নতুন আলো, শুরু হোক ওয়েল - আপ টেকনোলজিতে “ এই স্লোগানে চট্টগ্রামে প্রতিষ্ঠার শুরু থেকে " ওয়েল-আপ টেকনোলজি" ফ্রিল্যান্সিং এবং হাই টেকনোলজিস স্কিল ডেভেলপমেন্ট কোর্স এর উপর ট্রেনিং প্রদান করছে। তাছাড়া আন্তর্জাতিক ভেন্ডর এক্সাম সম্পন্ন করছে।
ওয়েল-আপ টেকনোলজিতে উল্লেখযোগ্য কোর্স সমুহ হল - Cyber Security & Ethical Hacking, CCNA, MTCNA, Graphic Design, Full Stack Web Development, Professional AutoCAD, 3ds Max, Google sketch up, ETABS, SolidWorks, ইলেকট্রিক্যাল অটোমেশন ইত্যাদি।
এই প্রতিষ্ঠানটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয়ের NSDA কতৃক পাঁচটি কোর্সের জন্য অনুমোদিত এবং বিভিন্ন কোর্সে আরপিএল পদ্ধতিতে লেভেল -৩ সার্টিফিকেট প্রদান করছে।
২০২২ সালে যাত্রা শুরু করলেও খুব অল্প সময়ে সফলতার সাথে ধারাবাহিকভাবে বিভিন্ন বিষয়ের উপর এ পর্যন্ত একশতটি ব্যাচের কোর্স সম্পন্ন করেন। যাদের অনেকে ইতিমধ্যে বিভিন্ন কনস্ট্রাকশন কোম্পানি, নেটওয়ার্ক কোম্পানি সহ নামকরা প্রতিষ্ঠানে কাজ করছে।
শ্রম নির্ভর অর্থনীতি বাদ দিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রযুক্তিমূখী ও আধুনিক তথ্যপ্রযুক্তির উপর দক্ষ জনবল তৈরীতে কাজ করে যাচ্ছে এই প্রতিষ্ঠান। গতানুগতিক ধারার বাইরে গিয়ে ছাত্র/ছাত্রীদেরকে হাতে কলমে ডিজিটাল স্ক্রিনের মাধ্যমে এবং প্রজেক্টে সরাসরি সংশ্লিষ্ট রেখে শিখাচ্ছেন কিভাবে কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন করা যায় ও নিজেকে আগামী দিনের জন্য একজন দক্ষ মানব সম্পদে রুপান্তর করা যায়।
প্রতিষ্ঠানটির সেমিনার কক্ষে বিভিন্ন বিষয়ের উপর এবছর ইন্ডাস্ট্রিয়াল এটাচমেন্ট কোর্স সম্পন্ন করা ২২৫ জন ছাত্র/ছাত্রীদেরকে মোট ৪টি ধাপে সার্টিফিকেট প্রদান ও কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আমির আদনান জানান আমরা ভবিষ্যৎ তরুণ প্রজন্মকে বেকারত্ব থেকে মুক্তি ও কর্মমূখী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি, পাশাপাশি জব প্লেসমেন্ট করার বিষয়ে মাথায় রেখে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ রক্ষা করছি।
বিশেষ অতিথি আইইবি চট্টগ্রাম কেন্দ্রের সম্মানি সেক্রেটারি প্রকৌশলী খাঁন আমিনুর রহমান জানান আইইবি সব সময় প্রকৌশলীদের স্বার্থে কাজ করে তাই আগামীতেও তরুণ প্রকৌশলীদের স্কিল করতে ওয়েল-আপ টেকনোলজির পাশে থাকা সহ কর্মসংস্থানে সুযোগ সৃষ্টি করতে কাজ করা ঘোষণা দেন।
প্রধান অতিথি প্রকৌশলী সেলিম মো জানে আলম জানান, তরুণ প্রজন্মের শিক্ষার্থীরা শুধু জব নির্ভর হবে না তারা পাশাপাশি একজন উদ্যোগক্তা হিসাবে নিজেকে তৈরির মানসিকতা থাকতে হবে। প্রযুক্তিকে ব্যবহার করে কিভাবে বৈদেশিক মুদ্রা অর্জন করা যায় সে দিকেও চেষ্টা করতে হবে। এতে আরো বক্তব্য রাখে প্রকৌ.মোঃ সাইফুর রহমান বিপ্লব, হেড অফ রিজিওন, বাংলালিঙ্ক, চট্টগ্রাম রিজিয়ন। মো. ইকবাল হোসেন, ইন্সট্রাক্টর (সিভিল-উড), বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট, কাপ্তাই। প্রকৌ. মো. তারেকুল আলম, এজিএম, ফ্রেশ সিমেন্ট। মো. রেজাউল করিম, ইন্সট্রাক্টর (ইলেকট্রনিক্স), চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট।