নিজাম উদ্দীন, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:।।
এসো দেশ বদলায়, পৃথিবী বদলায়। এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার তারুণ্য উৎসব উদযাপন কমিটির আয়োজনে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ ১৭ জানুয়ারী ২৫ ইং শুক্রবার বিকাল তিন ঘটিকায় করিমগঞ্জ সরকারি কলেজ মাঠে হাফিজুল ইসলাম হামিম এবং এনামুল হক নাজমুল এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন জনাবা তাহমিনা আক্তার, উপজেলা নির্বাহী অফিসার, করিমগঞ্জ উপজেলা।
অনুষ্ঠান উদ্বোধন করেন মুহাম্মদ উবায়দুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোস্তফা কামাল, সহ-সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ করিমগঞ্জ উপজেলা শাখা। সাইফুল ইসলাম মিসবাহ, সাংগঠনিক সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ করিমগঞ্জ উপজেলা শাখা।
অনুষ্ঠানে হাম,নাত, ইসলামী সংগীত ও দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করেন শিল্পী আহমাদুল্লাহ বিন ফরিদ, আসাদুল্লাহ গালিব, এনায়েতুল্লাহ এনায়েত, শরিফুল ইসলাম, মুওয়াজ বিন ইউসুফ,সুলাইমান ইয়াসিন ও মুহাম্মদ লাদেন আহমেদ। এবং কবিতা আবৃত্তি করেন আল আমিন মুহাম্মদ সজিব।