আদর বড়ুয়া (চট্টগ্রাম) পটিয়া উপজেলা প্রতিনিধি:।।
পটিয়ায় বেলখাইন গ্রামে একটি বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। তবে এ সময় ঘরে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। আগুনে বাড়িটির সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।
জানা গেছে, পটিয়ার বরলিয়ার বেলখাইন গ্রামে জীবক বড়ুয়া পিন্টুর বসতঘরে গত সোমবার গভীর রাতে অগ্নিকাণ্ড ঘটে। রাত দুইটা নাগাদ লাগা আগুনে বাড়ির সব জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় ঘরে কোন লোকজন ছিল না। প্রতিবেশীরা আগুন নেভানোর চেষ্টা করেও তীব্রতার কারণে সফল হননি। পরবর্তীতে পটিয়া ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
জীবক বড়ুয়ার পুত্র চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবী জিকো বড়ুয়া জানান, ঘরের বিভিন্ন জিনিসপত্র এবং গাছ পুড়ে গেছে।
তিনি দাবি করেন, এটি নাশকতার আগুন। পুলিশের কাছে মামলা নিয়ে গেলেও থানা মামলা নেয়নি বলেও তিনি অভিযোগ করেন।