পেয়ার ইসলাম নুরুউদ্দিন, ভোলা জেলা প্রতিনিধি:।।
কুরআন পড়ুন, কুরআন বুঝুন’ এই শ্লোগানের মধ্য দিয়ে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নে আমেনা খাতুন হিফজুল কুরআন মহিলা মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয় হিফজুল কুরআন প্রতিযোগিতার বর্ণাঢ্য ‘গ্রান্ড ফাইনাল’ ২০২৫ ইফাদাতুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ৯ টায় হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল ফাহিমের এর সঞ্চালনায় উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠান শুরু হয়ে। শেষ হয় বিকেল ৪ টায়। এটি ভোলা জেলায় সবচেয়ে বৃহৎ কলেবরে হিফজুল কুরআন প্রতিযোগিতার আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের পরিচালক হাফেজ মোঃ সাইদুল ইসলাম, ভোলা জেলার ৭ টি উপজেলার অডিশন থেকে বাছাইকৃত ১০ জন হাফেজ গ্রান্ড ফাইনালে অংশ নেন। অনুষ্ঠানে শত শত দর্শক-শ্রোতা অংশ নেন এবং আল কুরআনের মোহময় সুরের মূর্ছনায় মুগ্ধ হয়।
ইফদাতুল কুরআন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আমেনা খাতুন হিফজুল কুরআন মহিলা মাদ্রাসার প্রতিযোগিতায় উত্তীর্ণ হন ৫ পারা গ্রুপে ১ম স্থান মাশরুক হাসান তাওহিদ ২য় স্থান জোনাইদ বিন আলাউদ্দিন ৩য় স্থান আহনাফ জারির ৫ম স্থান মাহমুদুল হাসান ৭ম আব্দুল্লাহ আরাফাত সায়েম ১১তম জোনাইদ বিন জাকির ১০ পারা গ্রপে ১ম স্থান কামরুল ইসলাম ২য় স্থান আব্দুল্লাহ বিন মোস্তফা ৪র্থ স্থান কুদরতউল্লাহ মাসুম ৬ ষ্ঠ স্থান নাঈমুল হাসান।
সর্বমোট ১০ টি পুরস্কার অর্জন করেছেন অংশগ্রহন করা ছাত্ররা। এছাড়াও উত্তীর্ণ হওয়া ছাত্রদের কে আলাদা আলাদা অংকে নগদ অর্থ প্রধান করা হয় আমেনা খাতুন হিফজুল কুরআন মহিলা মাদ্রাসার পক্ষ থেকে।
উল্লেখ্য প্রতিবছর এমন হিফজুল কুরআন প্রতিযোগিতা চলমান থাকবে বলে জানান আয়োজকরা।