পেয়ার ইসলাম নুরুউদ্দিন, ভোলা জেলা প্রতিনিধি:।।
ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নে মানুষ মানুষের জন্য শ্লোগানকে সামনে রেখে মানবতার দেয়ালের উদ্বোধন করা হয়েছে।
মানবতার দেয়াল থেকে প্রতিদিন ভ্যানচালক, শ্রমিক-সহ হত দরিদ্র মানুষরা পোষাক নিতে পারবেন। ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট সোসাইটির সার্বিক সহযোগিতায় শুক্রবার রাতে ভেদুরিয়া সমবায় ইসলামিয়া আলীম মাদ্রাসার সম্মুখে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে মানবতার দেয়ালের উদ্বোধন করেন ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট সোসাইটির সদস্যরা।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট সোসাইটির প্রধান উপদেষ্টা জনাব মোঃ শাহে আলম মাষ্টার,সভাপতি জনাব এবি আঃ রহমান, সেক্রেটারি মোঃ নিজাম উদ্দিন, দারুল উলুম আজিজিয়া মাদ্রাসার শিক্ষক জনাব হাফেজ মাওলানা আকবর হোসেন সাধি, সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল খান প্রচার সম্পাদক মোঃ কবির হোসেন জেসিডি সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মানবতার দেয়াল থেকে যার যেটা প্রয়োজন সেটা নিয়ে যেতে পারবেন এবং যার যেটা প্রয়োজন না সেটা রেখে যেতে পারবেন।