আদর বড়ুয়া (চট্টগ্রাম) পটিয়া উপজেলা প্রতিনিধি:।।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া পৌরসদরের বাইপাস এলাকায় প্রাইভেট কার-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছে আরও ৪ জন। শুক্রবার (৩ জানুয়ারি) ভোর ৪ টায় দিকে এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ হাবিব (৩০) প্রাইভেটকার চালক ছিল। আহত হলেন- মোহাম্মদ মামুন (৩০), রুবেল (৩০), মো. নাঈম (৩২) ও মো. মামুন (২২)। আহত সকলের বাড়ি গাজীপুর।
স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুর থেকে একটি প্রাইভেট যোগে কয়েকজন বন্ধু কক্সবাজার উদ্দেশ্যে যাচ্ছিলেন। তাদের প্রাইভেটকারটির পটিয়া বাইপাস এলাকায় পৌঁছলে চট্টগ্রামমুখী একটি ড্রাম ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন গাড়ি চালক হাবিব।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের ডাক্তার ফরহাদ বিন হারুন জানিয়েছেন, একটি ড্রাম ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ৪ জন আহত হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।