নিজাম উদ্দীন, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:।।
নির্বাচন কমিশন গঠন এবং আগামী সেপ্টেম্বরে তফসিল ঘোষণা হতে পারে এমন খবরে কিশোরগঞ্জ -৩ (করিমগঞ্জ -তাড়াইল) আসনে বিএনপি, জামায়াত,ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা মাঠে নামতে শুরু করেছেন। তবে তারা বলছেন,দল যাকে টিকেট দেবে, তিনিই প্রতিদ্বন্দ্বীতা করবেন।
বিএনপি তাদের হারানো আসনটি পুনরুদ্ধার করতে চায়।নির্বাচন সামনে রেখে স্থানীয় ইসলামি জলসা,ক্রিকেট টুর্নামেন্ট,শিক্ষাপ্রতিষ্ঠান বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে সম্ভাব্য প্রার্থীদের সরব উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।
এ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা হলেন সাবেক শিক্ষা মন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ড.এম ওসমান ফারুক,কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা,সহ সভাপতি অ্যাডভোকেট জালাল মোহাম্মদ গাউস জেলা বিএনপির,যুব বিষয়ক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সাইফুল ইসলাম ভিপি সুমন মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী।
বিএনপির সম্ভাব্য প্রার্থীরা বলছেন, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি মহাসচিব সাবেক এমপি মুজিবুল হক চুন্নু ১৫ বছরে নিজেদের ভাগ্য পরিবর্তন ছাড়া এলাকার উন্নয়নে কোনো কাজ করেননি। বিএনপি সরকার গঠন করতে পারলে তারা কিশোরগঞ্জ -৩ আসনকে এগিয়ে নেবেন। করিমগঞ্জ -তাড়াইল উপজেলার ভাগ্যের উন্নয়নে কাজ করবেন।কৌশলগত কারণে জামায়াত এ আসনে এখনো প্রার্থী চুড়ান্ত করেনি। তবে এ আসনে জামায়াত ইসলামীর সম্ভাব্য প্রার্থীরা হলেন-জামায়াত নেতা ডা.জেহাদ খান,অধ্যক্ষ আজিজুল হক। এ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্ভাব্য প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা কমিটির সভাপতি হাফেজ আলমগীর হোসেন তালুকদার।
জানা যায়, এরপরও মাঠ জরিপ অনুসারে প্রার্থী পরিবর্তন হতে পারে।