মনপুরা প্রতিনিধি ভোলা:।।
জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বুধবার দিনের প্রথম প্রহরে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলন, আনন্দ রেলির মধ্য দিয়ে মনপুরায় পালিত হয়েছে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী।
১৯৭৯ সালের ১ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছাত্রদল প্রতিষ্ঠা করেন। এরপর নানা চড়াই-উতরাই পেরিয়ে দেশের অন্যতম বৃহৎ ছাত্রসংগঠনে পরিণত হয় ছাত্রদল।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নানা কর্মসূচি হাতে নিয়েছে ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী সংসদ। এরেই ধারাবাহিকতায় ০১ জানুয়ারি দিন ব্যাপি কর্মসূচির ঘোষণা দিয়েছে মনপুরা উপজেলা ছাত্রদল।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইকরাম কবির এর সভাপতিত্বে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শহিদুল ইসলাম শাহীনের সঞ্চালনায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ন আহব্বায়ক রাজিবুর রহমান পরশ, আবদুল মতিন,মোঃরাসেল প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের আহব্বায়ক সুজন মাহবুব, সদস্য সচিব স্বপন মিয়া যুগ্ম আহবায়ক আপ্পান হাওলাদার কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ সহ বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা।