মোঃ সাইফুল ইসলাম চাঁদপুর, হাইমচর উপজেলা প্রতিনিধি:।।
হাইমচর উপজেলা প্রশাসনের উদ্যােগে গরীব অসহায় পরিবার ও চর অঞ্চলের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।গতকাল সদর আলগী বাজারে পার্শ্ববর্তী এলাকায় বিতরণ করা হয়। এবং আজ ২৬ ডিসেম্বর রোজ বৃহস্পতিবার উপজেলার নীলকমল চরে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম করা হয়।
এসময় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলার নির্বাহী কর্মকর্তা সালমা নাজনীন তৃষ্ণা। এসময় তিনি বলেন উপজেলা প্রশাসন শীতে আপনাদের পাশে আছে। আজকে তিনি উপজেলার নীলকমল ইউনিয়নের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে শীতবস্ত্র বিতরণ কালে এ তথ্য প্রদান করেন।