ইমন চৌধুরী, জেলা প্রতিনিধি গাজীপুর :।।
এসআই (নিরস্ত্র) হুমায়ুন কবির সঙ্গীয় ফোর্স সহ পূবাইল থানা এলাকায় এ নৈশ টহল ডিউটি করাকালিন সময়ে পূবাইল থানা ডিউটি অফিসার কর্তৃক পূবাইল থানাধীন হায়দরাবাদ সাকিন মিজান মার্কেট সংলগ্ন ভুতেরবান কালভার্টের উপর দস্যূতা সংঘটিত হওয়ার সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন রং দিয়ে ফুলের ছবি আঁকা ০১টি ইজিবাইক, যাহার মূল্য অনুমান ১,২০,০০০/-(এক লক্ষ বিশ হাজার) টাকা উদ্ধার করে।
আসামী ১। মোঃ আব্দুর রাজ্জাক (৩৩), পিতা-মৃত আব্দুছ ছালাম, মাতা-মোসাঃ জায়দা, সাং-গুন্দইল, থানা-পোরশা, জেলা-নওগাঁ এ/পি সাং-পাগাড় টেকপাড়া (জামালের বাসার ভাড়াটিয়া), থানা-টঙ্গী পূর্ব, গাজীপুর মহানগর, গাজীপুর, ২। শফিকুল ইসলাম (২৮), পিতা-মজিবর ইসলাম, মাতা-সুবেদা খাতুন, সাং-আন্ধারুপাড়া (বাড়ামারি মসজিদ সংলগ্ন), থানা-নালিতাবাড়ী, জেলা-শেরপুর এ/পি সাং-পাগাড় ঝিনুমার্কেট, থানা-টঙ্গী পূর্ব, গাজীপুর মহানগর, গাজীপুর, ৩। তানিয়া হক (৩৬), স্বামী-মো: আজমুল হক, সাং-কামারগাঁও, ওয়ার্ড নং-৪২, থানা-পূবাইল, গাজীপুর মহানগর, গাজীপুর ৪। রুবেল (৩৬), পিতা-খয়রাত হোসেন ওরফে টোকা, মাতা-ফাতেমা, সাং-দুর্বাটি, থানা-কালিগঞ্জ, জেলা-গাজীপুরকে ধৃত করে।
ধৃত আসামীগন ও বাদী সহ থানায় আসিয়া হাজির হলে বাদী ধৃত আসামীগনের বিরুদ্ধে লিখিত এজাহার দায়ের করিলে নিয়মিত মামলা রুজু করিয়া বিধি মোতাবেক আসামীদের বিজ্ঞ আদালত প্রেরন করা হয়।