আব্দুল আল মামুন, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:।।
যারা সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত থাকবে, যারা মানুষের শান্তি নষ্ট করবে তাদের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন বিএনপি প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের জ্যেষ্ঠপুত্র ও মানিকগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি ড. খোন্দকার আকবর হোসেন বাবলু।
শনিবার (৭ ডিসেম্বর) মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার খলসী ইউনিয়নের স্কুল মাঠে লিফলেট বিতরণ ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ড. খোন্দকার আকবর হোসেন বাবলু বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর দেশনায়ক তারেক রহমান ইতিমধ্যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, বিএনপি হলো ভালো মানুষের দল। এই দলে সন্ত্রাসী, চাঁদাবাজদের কোনো স্থান নেই।
বিএনপি করতে হলে মানুষের সঙ্গে সংযোগ রাখতে হবে। মানুষ যাকে ভালো না বাসবে, তার স্থান বিএনপিতে হবে না। সুতরাং সাবধান হয়ে যান, অপকর্ম যারা করেন বা করার চেষ্টা করছেন, সেদিক থেকে ফিরে এসে মানুষের জন্য কাজ করুন। মানুষকে ভালোবাসুন।
মানুষের ভালোবাসা অর্জন করতে পারলে তবেই আপনি বিএনপি নেতা হবেন। অন্যথায় আপনি এই দলের কেউ নন। আরো একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, অনেক চাঁদাবাজ এবং সন্ত্রাসী আবারও সক্রিয় হয়েছে। তারা বিভিন্ন জায়গায় বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করছে।পরক্ষণে দেখা যায় এরা বিএনপির কেউ নয়, পরাজিত শক্তি দেশে বিশৃঙ্খলা নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে প্রতিবিপ্লব ঘটাতে চায়। একটি মহল বিএনপির সুনাম নষ্ট করার ষড়যন্ত্র করছে। এ বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার খলসী ইউনিয়নের স্কুল মাঠে লিফলেট বিতরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন মানিকগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি ও বিএনপির দুর্দিনের কাণ্ডারী সাবেক প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের জ্যেষ্ঠপুত্র ড. খোন্দকার আকবর হোসেন (বাবলু), খলসী ইউনিয়নের বিএনপির সভাপতি মো. আঃ মান্নানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন দৌলতপুর থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল আলম বিল্টু, শিবালয় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টিএ শাহিন,বিএনপি নেতা এ্যাড: আমিনুল ইসলাম,এ্যাড সেলিম দেওয়ান, দৌলতপুর উপজেলা বিএনপি নেতা রেজাউল করিম,বাঘুটিয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি লুলু মুন্সি, জিয়নপুর ইউনিয়ন বিএনপি নেতা হেমন খান মেম্বার, উপজেলা যুবদলের নেতা ইছাক মিয়া,মানিকগঞ্জ জেলা শহীদ জিয়া প্রজন্ম দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।