জি,এম, আবু সাঈদ মিন্টু, খুলনা জেলা প্রতিনিধি:।।
আজ( ২৭ নভেম্বর)বুধবার সরকারি বিএল কলেজ খুলনার রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোঃ সিরাজুল ইসলাম স্যারের অবসরজনিত বিদায় উপলক্ষে শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত বিদায় সংবর্ধনা সভা।
বিভাগীয় প্রধান প্রফেসর এস এম শাহিনের সভাপতিত্বে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী স্যারের কর্মজীবনের বিভিন্ন স্মৃতিচারণ এবং তার ভবিষ্যতের সর্বাঙ্গীণ মঙ্গল ও কল্যাণ কামনা করে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকরাও বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রফেসর সিরাজুল ইসলাম স্যার আবেগঘন বক্তব্য রাখেন। শিক্ষার্থীদের পক্ষ থেকে তাঁকে উপহার সামগ্রী ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।