ইমন চৌধুরী, জেলা প্রতিনিধি গাজীপুর:।।
গাজীপুরে এক মহিলা গাঁজা সহ আটক হয়েছে। তিনি একজন প্রতিবন্ধী মহিলা। তার নাম মোছাঃ কুলছোম বাসা নাউজোড়। এই প্রতিবন্ধী মহিলা এক টি ব্যাগ সহ বাচ্চা কোলে নিয়ে ভোগড়া বাইপাস দিয়ে নাউজোড় দিকে যাওয়ার সময় ট্রাফিক কনস্টেবল রফিকুল এবং এ,টি,এস আই মিজান ঐ প্রতিবন্ধী মহিলাকে সন্দেহ হয়, তাকে ডাক দিলে সে হাতে থাকা ব্যাগ ফেলে নাউজোড়ের দিকে যেতে থাকে।
তার পর ট্রাফিক কনস্টেবল রফিকুল ব্যাগের কাছে গিয়ে ব্যাগ খুলে দেখে ব্যাগের ভিতর গাঁজা।
এই গাঁজার বর্তমান বাজার মূল্য আড়াই লক্ষ টাকা। তারপর ঐ প্রতিবন্ধী মহিলা আটক করে ভোগড়া বাইপাস ট্রাফিক বক্সে নিয়ে যাওয়া হয় ।