নিজস্ব প্রতিবেদক, রংপুর :।।
১৩ নভেম্বর রোজ মঙ্গলবার লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার লোহাকুচি সীমান্তের ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় একজন আটক করেছে লোহাকুচি বি ও পি।
লোহাকুচি বিওপি এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার রাতে কিছু ব্যক্তি বাংলাদেশ ভারতের আন্তর্জাতিক সীমানা পিলার অতিক্রম করে কিছু লোক ভারতে অবস্থান করতেছে। এমন তথ্যের ভিত্তিতে লোহাকুচি বিওপি এর ক্যাম্প ইনচার্জ নায়েব সুবেদার মোঃ শফিকুল ইসলাম এর নেতৃত্বে নিয়মিত টহলদল ১২ জনকে সাথে একটি অভিযান পরিচালনা করেন।
রাত আনুমানিক ১২:৫০ ঘটিকায় শুন্য অতিক্রম করে থাকা বাংলাদেশীদের ধাওয়া করেন বিজিবির সদস্যরা, সে সময়
মো: মন্টু মিয়া(৪৫), পিতাঃ(মৃত) আলে মাহমুদ,গ্রামঃ তালুক দুলালী,
পোঃ ভেলাবাড়ী,থানাঃ আদিতমারী,জেলাঃ লালমনিরহাট
উল্লেখিত ব্যক্তিকে
বালাটারী নামক স্থানে আন্তর্জাতিক সীমানায় অবস্থিত মেইন পিলার ৯২০ এর ৩ এস হতে আনুমানিক ১০ গজ বাংলাদেশের অভ্যান্তরে আন্তর্জাতিক সীমানা অতিক্রম এর অপরাধে আটক করা হয়।
আটককৃত আসামিকে আদিতমারী থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন, লোহাকুচি বিওপি এর কমান্ডার মোঃ শফিকুল ইসলাম সীমান্তবর্তী এলাকায় বসবাসরত সকল জনসাধারণের উদ্দেশ্যে বলেন_ বিকাল পাঁচটা থেকে-সকাল না হওয়া পর্যন্ত কেউ যেন শূন্য রেখা অতিক্রম না করে! মাদকমুক্ত দেশ ও সমাজ গড়তে সকলেই এগিয়ে আসুন। বিজিবিকে সহায়তা করুন।