নিজস্ব প্রতিবেদক, রংপুর :।।
শনিবার (৯ নভেম্বর) লালমনিরহাট জেলাধীন লালমনিরহাট সদর থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলাম মহোদয়।এসময় অফিসার ইনচার্জ জনাব মোঃ আব্দুল কাদের পুলিশ সুপার মহোদয়কে ফুলেল শুভেচছা প্রদান করেন।
এছাড়াও উক্ত ওপেন হাউজের সভায় উপস্থিত ছিলেন জনাব মোঃ আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), লালমনিরহাট, জনাব এ কে এম ফজলুল হক এ-সার্কেল, লালমনিরহাট, জনাব মোঃ আব্দুল কাদের, অফিসার ইনচার্জ, লালমনিরহাট সদর থানা'সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উক্ত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। লালমনিরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয় অত্যন্ত মনোযোগের সহিত এলাকাবাসীর অভিযোগ এবং পরামর্শ শুনেন এবং লালমনিরহাট জেলাবাসীকে একটি সন্ত্রাস ও মাদকমুক্ত পরিবেশ উপহার দিতে সকলকে এগিয়ে আসার আহবান করেন।