নিজস্ব প্রতিবেদক রংপুর।।
আজ ৫ই নভেম্বর রোজ মঙ্গলবার লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়,৪ই নভেম্বর আনুমানিক রাত এগারোটার দিকেলালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার ৬ নং ইউনিয়নাধীন দুলালী গ্রামের, কিছু মাদক চোরাকারবারি মাদক আনার উদ্দেশ্যে ভারত-বাংলাদেশ সীমান্তের, আন্তর্জাতিক সীমানা পিলার ৯২১ এর অভ্যন্তরে প্রবেশ করলে বিষয়টি লোহাকুচি বিওপি এর দায়িত্বরত টহল দলের নজরে আসে। তখন বিজিবি সদস্যরা ওৎ পেতে থাকে তাদেরকে আটক করার উদ্দেশ্যে।
এ সময় চোরাকারবাড়ির এই দলটি বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, সকলেই পালিয়ে যেতে সক্ষম হলেও মোঃ রুস্তম আলী ৩৫ পিতা: মৃত ফরিদ মিয়া গ্রামঃ দুলালী থানাঃ কালীগঞ্জ জেলাঃ লালমনিরহাট।
আনুমানিক রাত বারোটা পাঁচ মিনিটে, টহলরত বিজিবি সদস্যদের তাড়া খেয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের পূর্বেই বিজিবি সদস্যরা তাকে আটক করতে সক্ষম হয়।
উক্ত আসামিকে কালিগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন ব্রিফিং কালে সাংবাদিকদের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা মেজর মোহাম্মদ আসিফুল ইসলাম সিদ্দিকী জানান মাদকের বিরুদ্ধে বিজিবি এর অভিযান অব্যাহত থাকবে।