মোঃ সেলিম মিয়া, (লালমনিরহাট) আদিতমারী উপজেলা প্রতিনিধি:।।
আজ ২৭/১০/২০২৪ইং রাত ৩:৪৫ মিনিটে ১৫/ডি কোম্পানি, লোহাকুচি বিওপি লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) টহল কমাঃ জেসিও নং- ১০৬০০ নাঃ সুবেদার মোঃ শফিকুল ইসলাম, নিয়মিত টহল দল সাথে ১১ জন নিয়ে টহল পরিচালনার সময়, মেইন পিলার ৯২১ হতে আনুঃ ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মহিষতুলি নামক স্থানে- যাহার জিআর নং-৩৯২৭৬৯ ম্যাপ সীট নং-৭৮ এফ/৮ ।
মালামালঃ
১।ভারতীয় আড়িয়া গরু
০১টি × ৮০,০০০/-=৮০,০০০/
২। ভারতীয় আড়িয়া গরু০৭× ৫৫০০০/= ৩,৮৫,০০০/
যাহার সর্বমোট সিজার মূল্যঃ ৪,৬৫,০০০=/ টাকা।
সিজার আটক করতে সক্ষম হয়।
সোর্স : এস আই পি / আর আইবি।
আসামী:০৬ জন
১। মোঃ মকবুল মিয়া (৫৫)
পিতা- মৃত. আহমোদ আলী
গ্রামঃবকশি পাড়া।
পৌঃভেলাবাড়ী।
থানাঃ আদিতমারী।
জেলাঃলালমনিরহাট।
২।শ্রী: মনবর বর্মন।(৫০)
পিতা: মৃত :ফাগুনা বর্মন।
গ্রাম: মহিসতলী।
পৌঃভেলাবাড়ী।
থানাঃ আদিতমারী।
জেলাঃলালমনিরহাট
৩। মোঃ সুজন মিয়া(৩৫)
পিতাঃ শফিকুল ইসলাম
গ্রামঃ দিঘলটারী।
পৌঃদূর্গাপুর।
থানাঃ আদিতমারী।
জেলাঃলালমনিরহাট
৪। শ্রীঃবিপুল চন্দ্র। (৩৮)
পিতা: মৃত: চন্দ্র দেব
গ্রাম: চন্দ্রপাট ময়নাচর।
পৌঃকুমড়ীর হাট।
থানাঃ আদিতমারী।
জেলাঃলালমনিরহাট
৫।মো: মনির হোসেন(২২)
পিতা: আবু বক্কর সিদ্দিক
গ্রামঃদুলালি
পৌঃলোহাকুচি
থানা: কালিগন্জ।
জেলা: লালমনিরহাট।
৬। মো: হজরত আলী(৬৫)
পিতা: মৃত: জুনু শেখ।
গ্রাম: দুলালী।
পৌঃলোহাকুচি।
থানাঃ কালিগন্জ
জেলাঃ লালমনিরহাট।
টহল দলের নাম:
১। জেসিও নং- ১০৬০০ নাঃ সুবেঃ মোঃ শফিকুল ইসলাম ।
২। নং- ৬৮৮৬৬ হাবিঃ ইতু নিকাস।
৩। নং- ৪৯৫২৬নাঃ মোঃ আশিদুল ।
৪। নং ৬০৪৫৪ নাঃ মোঃ আঃ মতিন।
৫। নং ৮১০৫৭ ল্যাঃ নাঃ মোঃ আসলাম
৬।নং ৮১০০৯ ল্যাঃ নাঃ মোঃ সানোয়ার
৭। নং ৮৮১৫৯ সিঃ মোঃ রবি আলম
৮। নং- ৯১২৬২ সিঃ মোঃ রুবেল
৯। নং ৯৪৮২৪ সিঃ মিলন চন্দ্র
১০। নং- ৯৫১১৪ সিঃ মোঃ রাজিব
১১। নং- ১০৮৬৯১ সিগঃ মোঃ রবিউল ইসলাম
১২। নং- ১১২২৬০ সিঃ মোঃ শাহিন
সিজার কার্যক্রম প্রক্রিয়াধীন।