জি,এম, আবু সাঈদ মিন্টু, খুলনা জেলা প্রতিনিধিঃ।।
খুলনায় মাদক মামলায় আদালত নান্টু হাওলাদার নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ও একই সাথে তাকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এ রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডিত আসামি নান্টু হাওলাদার খুলনা খুলনা নগরীর সোনাডাঙ্গা থানাধীন গোবরচাকা এলাকার ভাড়াটিয়া লালু হাওলাদারের পুত্র।
আজ (২১ অক্টোবার সোমবার) খুলনা অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক সুমি আহমেদ এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী শুভেন্দু রায় চৌধুরী।
এজাহার সূত্রে জানা যায় যে , ২০১২ সালের ২ ফেব্রুয়ারী নগর গোয়েন্দা পুলিশ জানতে পেরে সঙ্গীতা সিনেমা হলের সামনে এক যুবক একটি ব্যাগে ফেন্সিডিল নিয়ে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে নান্টু হাওলাদার ঘটনাস্থল ত্যাগ করতে গিয়ে ব্যর্থ হয়। পুলিশ এ সময়ে তার ডান হাতে থাকা ব্যাগ তল্লাশি করে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এ ঘটনায় ডিবি পুলিশের এস আই মোঃ হোসেন আল মাহাবুব বাদী হয়ে সোনাডাঙ্গা থানায় ওই দিন মামলা দায়ের করেন। ডিবি পুলিশের এস আই হান্নান শরীফ আসামি নান্টু হাওলাদারকে অভিযুক্ত করে একই বছরের ২১ মার্চ আদালতে চার্জশিট প্রদান করেন। এ ঘটনায় আদালতে ৫ জন স্বাক্ষ্য প্রদান করেন।