স্টাফ রিপোর্টার:।।
দেশের অন্যান্য পেশার মতো পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) এ কর্মরত সকল কর্মচারীদেরও রয়েছে একটি জাতীয় সংগঠন। সংগঠনটির মুল কাজ হলো সারাদেশের পিডিবিএফ অফিসে কর্মরত কর্মচারীদের অধিকার ও স্বার্থ রক্ষায় সর্বদা সচেষ্ট থাকা এবং তাদের কল্যানে কাজ করা।
তারই অংশ হিসেবে সংগঠনটির ভোলা আঞ্চলিক নতুন কমিটি ঘোষণা করা হয়। শনিবার (১৯ অক্টোবর ২৪) পিডিবিএফ' ভোলা আঞ্চলিক কমিটির বিশেষ সাধারণ সভার মাধ্যমে নতুন কমিটি ঘোষনা করেন সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
ভোলা সদরে চিলি চাইনিজ রেস্টুরেন্টে এন্ড পার্টি সেন্টারে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আমির হোসেন ও প্রধান বক্তা ছিলেন, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল হক । কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মোঃ রাশেল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দিন, শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ভোলা জেলা শ্রমিকদলের সভাপতি মোঃ শহিদুল আলম মানিক, সাধারণ সম্পাদক তানভীর হোসেন তালুকদার।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা শ্রমিকদলের যুগ্ম-সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুন ,সাংবাদিক মোকাম্মেল হক মিলন, দাউদ ইব্রাহীম সোহেলসহ ভোলা জেলার বিভিন্ন উপজেলায় পিডিবিএফ এ কর্মরত সকল কর্মচারীবৃন্দ ।কেন্দ্রীয় নেতারা সকলেই পিডিবিএফ এ দূর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিগ্রহণ এবং কর্মরত সকল কর্মচারীদের ন্যার্য অধিকার আদায়ে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার কথা ব্যক্ত করেন ও যেকোন ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানান।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া বিশেষ সভাটি সঞ্চালনা করেন নবগঠিত কমিটির কার্যকরী সভাপতি মনিরুল ইসলাম।সভা শুরুর আগে মঞ্চে আসনগ্রহণকৃত সকল অতিথিকে ফুল দিয়ে বরন করে নেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ। দিন ব্যাপী অনুষ্ঠিত সভার শেষ দিকে মোঃ রাশেল সভাপতি এবং মনিরুল ইসলাম কার্যকরী সভাপতি, নিয়াজ মোর্শেদ সাধারন সম্পাদক,মোঃ নুর নবীকে সাংগঠনিক সম্পাদক করে ২০ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দিন এ সময় ভোলা জেলার বিভিন্ন উপজেলায় পিডিবিএফ এ কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।