নিজাম উদ্দীন, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:।।
কিশোরগঞ্জ জেলায় গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২২ জন একই দিন ছাড়পত্র দেয়া হয়েছে ৯ জন রোগিকে বৃহস্পতিবার ১৭ অক্টোবর দুপুরে সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩৫৬ জন আর একই সময়ে ছাড়পত্র পেয়েছেন ৩০২ জন রোগি।
সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম জানান, জেলার ৪টি হাসপাতালে বর্তমানে ৪৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগি চিকিৎসাধীন রয়েছেন এদের মধ্যে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে।
৩১ জন, কিশোরগঞ্জ জেনারেল (সদর) হাসপাতালে ১৩ জন, কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ও করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন ডেঙ্গু রোগি চিকিৎসাধীন রয়েছেন।