মোঃ কামরুল ইসলাম, চাঁদপুর জেলা প্রতিনিধি:।।
চাঁদপুরের হাইমচর উপজেলার যোগাযোগের প্রদান সড়ক চান্দ্রা-হাইমচর সড়ক (চান্দ্রা চৌরাস্তা) হতে (হাইমচর) = ৮.৩৮ কিঃমিঃ সড়কের ঢেলের বাজার বাজাপ্তী রমনী মোহন উচ্চ বিদ্যালয়ের সামনে ওয়াপদা সড়কে এক বিশাল সুরঙ্গ সৃষ্টি হয়েছে। এতে এই রাস্তাটি দিয়ে বড় ধরনের কোনো যানবাহন চলাচল করতে পারছেনা। স্থানীয়দের দাবি দ্রুত যেনো সড়কটি মেরামত করা হয়।
শুক্রবার (১১ অক্টোবর) উপজেলার বাজাপ্তী রমনী মোহন উচ্চ বিদ্যালয়ের সামনে সড়কটির মধ্য স্থানে হটাৎ ডেবে গিয়ে সুরঙ্গ সৃষ্টি হওয়ায় কোন প্রকারের যানবাহন চলাচল করতে পারছে না। এতে করে খুবই ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে চাঁদপুর সদর থেকে হাইমচরে আশা জনসাধারণকে।
স্থানীয় ইব্রাহিম মাস্টার বলেন, বাজাপ্তী রমনী মোহন উচ্চ বিদ্যালয় সংলগ্ন ছোট লক্ষীপুর গ্রাম এবং রাস্তার বিপরীত পাশে নয়ানী লক্ষীপুর গ্রাম এই দুইটি গ্রামের পানি নিষ্কাশনের জন্য পাইপ লাইন স্থাপন করলে সেই পাইপ ভেঙ্গে গিয়ে ডেবে যায়। এতে করে রাস্তার মধ্য খানে সুরঙ্গ সৃষ্টি হয়েছে। এই রাস্তাটি যেহেতু উপজেলার প্রদান সড়ক সেহেতু এই রাস্তাটিই চলাচলে ভরসা। তাই কর্তৃপক্ষের কাছে অনুরোধ যেন দ্রুত সড়কটি মেরামত করা হয়।
এবিষয়ে হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা নাজনীন তৃষা বলেন, বাজাপ্তী রমনী মোহন উচ্চ বিদ্যালয়ের সামনে রাস্তাটি ডেবে গিয়েছে আমরা সেই বিষয়টি শুনেছি। ২/১ দিনের ভেতরেই এই রাস্তাটি সংস্কার করা হবে।