ইমন চৌধুরী, গাজীপুর, জেলা প্রতিনিধি:।।
গাজীপুরের টঙ্গীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে আয়োজিত কাওয়ালি অনুষ্ঠানে ছাত্রলীগের সশস্ত্র সন্ত্রাসীরা হামলা করেছে। টঙ্গী সরকারি কলেজে কাওয়ালি অনুষ্ঠানের আয়োজন করা হয়। হামলায় টঙ্গীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া অন্তত ১৬ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
কাওয়ালি অনুষ্ঠানের আয়োজকদের একজন পারভেজ হোসেন বলেন, বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে দ্রোহের গান ও কাওয়ালি অনুষ্ঠানের আয়োজন করা হয় সন্ধ্যায় ওই এলাকার ৩০ থেকে ৪০ জন ছাত্রলীগের কর্মী দেশীয় অস্ত্র ও চা,পাতি নিয়ে অনুষ্ঠানের আয়োজকদের ওপর হামলা চালায়।
সে আরো বলেন ছাত্রজনতার ওপর গণহত্যা চালানো সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ ও আ.লীগ কে অতসত্ত্বর নিষিদ্ধ ঘোষণা করা হোক। এসময় ৬ জন গুরুতরসহ আরও ১০ জন আহত হন।