নিজাম উদ্দীন, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:।।
মানবতার কল্যাণে, এগিয়ে আসুন রক্তদানে এই স্লোগান কে সামনে রেখে রক্তদানে আমাদের করিমগঞ্জ এর পক্ষ থেকে আয়োজন করা হলো ৮ তম বিনামূল্যে ফ্রি ব্লাড গ্রুপ পরীক্ষার ক্যাম্পেইন।
৫ (অক্টোবর) ২৪ শনিবার সকাল ১০ থেকে দুপুর ৩ পর্যন্ত। কিশোরগঞ্জের বৌলাই ইউনিয়নের, পূর্ব রঘুনন্দনপুর গ্রামে ১৫০ + লোকের রক্তের গ্রুপ নির্ণয়ের করা হয়।
রক্তদানে আমাদের করিমগঞ্জ কর্তৃক আয়োজিত বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন রক্তদানে আমাদের করিমগঞ্জের প্রধান পরিচালক জনাবা ফারিয়া হোসেন মিম, তিনি বলেন মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে এবং নতুন নতুন রক্তদাতা খুঁজে বের করতে আমাদের এই আয়োজন।
আয়োজনে দেখা যায় গ্রামের লোকজন খুব আগ্রহ নিয়ে তাদের রক্তের গ্রুপ জেনে নিচ্ছে। উপস্থিত ছিলেন রক্তদানে আমাদের করিমগঞ্জের এডমিন জনাব মহিবুল হাসান নোমান, মডারেটর জনাব সজীব আহমেদ।
জনাব ছোটন মিয়া, জনাব মো: আতিকুর রহমান হৃদয়, জনাবা সনিয়া হোসাইন ঝুমা।
জনাবা নুরিয়া ইসলাম তায়্যিবা মনি, আরও উপস্থিত ছিলেন মাওলানা ফয়জুল করিম, জনাব সাইমন আহমেদ রোহান, এবং জনাবা নাফিয়া নূরা লাভনী আক্তার সহ আরো অনেকে।