জি,এম আবু সাঈদ মিন্টু, খুলনা জেলা প্রতিনিধি:।।
আজ ৩ অক্টোবর রোজ বৃহস্পতিবার সকাল ১০ টায় খুলনা জেলার কয়রা উপজেলার কয়রা সরকারি মহিলা কলেজের শিক্ষক ও কর্মচারীবৃন্দের সাথে মত বিনিময় করেন জামায়েতের খুলনা মহানগরের সাবেক আমির মাওলানা জনাব আবুল কালাম আজাদ।
উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উক্ত কলেজের অধ্যক্ষ জনাব আমিরুল ইসলাম সানা, আরো উপস্থিত ছিলেন কয়র উপজেলা জামাতের আমির মাওলানা মিজানুর রহমান ও উপজেলা জামায়েতের সেক্রেটারি জনাব শেখ সাইফুল্লাহ, বাগালি ইউনিয়নের আমির মাওলানা রফিকুল ইসলাম, কয়রা সদর ইউনিয়নের আমির মোহাম্মদ মিজানুর রহমান, ও উপজেলা শ্রমিক কল্যাণ বিভাগের সভাপতি মোল্লা শাহাবুদ্দিন ও কয়রা বাজার কমিটির সভাপতি জনাব সরদার জুলফিকার আলমসহ প্রমূক উপস্থিত ছিলেন।
উক্ত মতবিনিময় জামায়েত নেতা আবুল কালাম আজাদ বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন এ ছাড়া শিক্ষা প্রতিষ্ঠানকে সুন্দর ভাবে পরিচালনার পাশাপাশি ইসলামিক শাসনতন্ত্র ব্যবস্থা গড়ে তুলতে হবে।