এস এম মনিরুজ্জামান আকাশ, পাবনা জেলা প্রতিনিধি:।।
পাবনা জেলার চাটমোহর উপজেলার ফৈলজানা বাজারে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি ইউনিয়ন শাখার আয়োজনে ম্যানেজমেন্ট অফ ডাইপেপসিয়া শীর্ষক পল্লী চিকিৎসক কনফারেন্স অনুষ্ঠিত হয় রবিবার (২৯ সেপ্টেম্বর ২০২৪) সকাল সাড়ে এগারো ঘটিকায় বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি, ফৈলজানা ইউনিয়ন শাখা, চাটমোহর, পাবনা-র সভাপতি মোঃ মুনসুর উদ্দিন আহমেদের সভাপতিত্বে।
কনফারেন্স প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা থেকে নাভানা ফার্মা র মোঃ মাঈন উদ্দিন (ব্র্যান্ড এক্সিউটিভ-
স্ট্রাটেজিক ব্র্যান্ড ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, নাভানা ফার্মা)।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সিরাজুল ইসলাম (আরএসএম- নাভানা ফার্মা,পাবনা নাটোর,সিরাজগঞ্জ),মোঃ ইকবাল হোসেন (এরিয়া ম্যানেজার- নাভানা ফার্মা,পাবনা)মোঃ কাশেম সরকার (এমপিও-ফিল্ড অফিসার, নাভানা ফার্মা, আটঘড়িয়া, পাবনা),নাভানা ফার্মা কর্তৃক উৎপাদিত নতুন নতুন ঔষুধ সম্পর্কে পল্লী চিকিৎসকদেরকে তথ্য প্রদান করা হয়।
পল্লী চিকিৎসক কনফারেন্স মোট ত্রিশ জন পল্লী চিকিৎসক অংশ গ্রহন করেন। কুইজ প্রতিযোগিতায় নেংড়ী মুস্তান বাজার থেকে পল্লী চিকিৎসক মোঃ সাইদুল ইসলাম, পল্লী চিকিৎসক শ্রী অসীম সরকার, পল্লী চিকিৎসক মোঃ সুজা উদ্দিন আহমেদ, গোড়ড়ী বাজার থেকে পল্লী চিকিৎসক মোঃ সাইদুল ইসলাম ও কদমতলী বাজার থেকে পল্লী চিকিৎসক মোঃ সিদ্দিকুর রহমান বিজয়ী হন।
পল্লী চিকিৎসক কনফারেন্স পরিচালনা করেনমোঃ ইকবাল হোসেন।