জি,এম আবু সাঈদ মিন্টু, খুলনা জেলা প্রতিনিধি:।।
দুইদিন ধরে নিখোঁজ ডুবুরী মিজানের লাশ পাওয়া গিয়েছে স্থানীয় সূত্রে জানা যায় যে গত ২৩ শে সেপ্টেম্বর সোমবার বিকালে গাবুরার নাপিতখালী সংলগ্ন নদীতে পল্টনের হারানো নোঙ্গর খুঁজতে কপোতাক্ষ নদীতে দুপুরের কাজ করতে আসে মিজান (২২) নামের ব্যক্তি ও তার সহকারি টিম সদস্যরা তারা খুলনার বাসিন্দা বলে জানা যায়।
তারা নোঙ্গর খোঁজাখুঁজির একপর্যায়ে নদী থেকে পানির উপরে উঠে নৌকার সাইডে ঝুলানো টায়ারের ধারে মিজান নল ও রশি খুলে রেস্ট নেয়ার চেষ্টা করেন নদীর পানি থেকে ইঞ্জিন চালিত নৌকাটি কিনারায় নিলে তিনি উপরে উঠতে পারবেন বলে জানান।
কিন্তু তিনি হঠাৎ নদীর পানিতে পড়ে যায় এবং পানিতে ডুবে যায় অনেক খোঁজাখুঁজির পরে তাকে আর খুঁজে পাওয়া যায় না কিন্তু পরবর্তীতে অনেক খোঁজাখুঁজি করে দুইদিন পর ঘটনা স্থান থেকে বেশ কিছু দূরে গাগড়ামারি গ্রামের নদীর চর থেকে মিজানের লাশটি তার পরিবার উদ্ধার করে।