মোঃ রাছেল হাসান (রাফি) ঢাকা প্রতিনিধি:।।
জানা গেছে গোপালগঞ্জের রুহুল আমিন, যিনি বায়তুল মোকারমের খতিব আজ মসজিদে এলে উপস্থিত মুসল্লীরা আপত্তি জানান, তারা রহুল আমিনকে নামাজ না পড়াতে অনুরোধ করেন।
এসময় রুহুল আমিনের সমর্থকরা মুসল্লীদের উপর হামলা ও মসজিদে ভাংচুর করে জানালার কাচ ভেঙ্গে ফেলে পরবর্তীতে সাধারন মুসল্লীদের বাধায় রুহুল আমিন দলবল নিয়ে মসজিদ ত্যাগ করে দেশের জাতীয় মসজিদের এই ধরনের কার্যক্রম ন্যাক্কারজনক ও নিন্দনীয়।